২৯/১০/২০২৪খ্রিঃ তারিখ মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, হবিগঞ্জ এর পরিদর্শক জনাব ফনী ভূষন রায় এর নেতৃত্বে নবীগঞ্জ থানাধীন পানিউমদা লালটিলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৫০০(তিন হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
#আসামীর_নাম ও_ঠিকানা
========================
১। আনোয়ার মিয়া (৪৬), পিতা- মৃত মাজত উল্লাহ, মাতা- বানেছা বিবি, সাং- পানিউমদা, লালটিলা, ০৫নং ওয়ার্ড, ১৩নং পানিউমদা ইউ/পি, ডাকঘর- পানিউমদা ৩৩১০, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
এ বিষয়ে পরিদর্শক জনাব জনাব ফনী ভূষন রায় বাদী হয়ে নবীগঞ্জ থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS