Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
৩০/০৮/২০২২ খ্রিঃ তারিখ ডিএনসি হবিগঞ্জ কর্তৃক মাধবপুর থানাধীন শিয়ালউড়ী গ্রামস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ২,১৮০(দুই হাজার একশত আশি) পিস, গাঁজা ১৮(আটার) কেজি, এসকাফ সিরাপ ৭০(সত্তর) বোতল সহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বিস্তারিত

৩০/০৮/২০২২ ইং তারিখ মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাধবপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,হবিগঞ্জ এর সহকারী পরিচালক জনাব মু.মিজানুর রহমান এর নেতৃত্বে মাধবপুর থানাধীন শিয়ালউড়ী গ্রামস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২,১৮০(দুই হাজার একশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট, ১৮(আটার) কেজি গাঁজা, ৭০(সত্তর) বোতল এসকাফ সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়।

#আসামীদের_নাম ও_ঠিকানা
========================
১। মোঃ আব্দুল মজিদ (৩৬)(গ্রেফতার), পিতা-আমিন খাঁ, মাতা- রত্না বেগম, সাং- শিয়াল উড়ী, ০১ নং ধর্মঘর ইউপি,ওয়ার্ড নং-০৮নং এনআইডি নং-৩৭১৪৫৫৬৪৪০,২। মোঃ আশিক মিয়া (৩৫),(গ্রেপ্তার) পিতা-কাচাই মিয়া,মাতা-শুকারী বেগম,সাং-রাজেন্দ্রপুর, ০১ নং ধর্মঘর ইউপি,ওয়ার্ড নং-০৭নং ৩। রফিক মিয়া (৫৫)(পলাতক)পিতা মৃত আঃ মান্নাফ,সাং-চকরাজেন্দ্রপুর,৪। মোঃ জুয়েল মিয়া (৪০),পিতা-আউশ মিয়া,সাং রাজেন্দ্রপুর,এবং ৫। মোঃ সাদিক মিয়া (৩৫) (পলাতক)পিতা-মোঃ শের আলী,সাং-দুর্গাপুর,সকলের থানা- মাধবপুর, জেলা হবিগঞ্জ।

এ বিষয়ে পরিদর্শক জনাব কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
30/08/2022
আর্কাইভ তারিখ
31/12/2023