২৬/১১/২০২৪ইং তারিখ মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, হবিগঞ্জ এর উপ-পরিদর্শক জনাব মোঃ রবি উল্লা এর নেতৃত্বে মাধবপুর থানাধীন বেঙ্গাডোবা গ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৩৯৬(তিনশত ছিয়ানব্বই) পিস উদ্ধার ও জব্দ করা হয়।
#আসামীর_নাম ও_ঠিকানা
=============
১। মোঃ খোকন (৪৫) (গ্রেফতার), পিতা- মৃত মোঃ ফরহাজ মিয়া, মাতা- মৃত আমেনা খাতুন, সাং- বেঙ্গাডোবা, ০৭নং ওয়ার্ড,০৯নং নোয়াপাড়া ইউনিয়ন, ডাকঘর-সায়হামনগর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, এনআইডি নং-৭৭৬৬৫৯৯৫৭০।
এ বিষয়ে উপ-পরিদর্শক জনাব মোঃ রবি উল্লা বাদী হয়ে মাধবপুর থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস