#ডিএনসি_হবিগঞ্জ
#চুনারুঘাট_থানাধীন_অাজিমাবাদ_গ্রামে #মাদকবিরোধী_অভিযান_পরিচালনা_করে
#১০০০(এক হাজার) পিস ইয়াবা ও
#৫০০গ্রাম_গাঁজা_উদ্ধার
#০৩(তিন)মাদক_ব্যবসায়ী_গ্রেফতার
#অানুমানিক_মুল্য_৫লক্ষ_১০হাজার_টাকা।
=====================================
১২/৩/২০২২ খ্রিঃ তারিখ শনিবার দুপুর ১৩.০০ ঘটিকা হতে ১৪.০০ ঘটিকায় পর্যন্ত সহকারী পরিচালক জনাব এ কে এম দিদারুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জ টীম যধাক্রমে ঃ-
১।উপপরিদর্শক জনাব মোঃ রফিকুল ইসলাম,
১। সহকারী উপপরিদর্শক জনাব রতন চন্দ্র গোস্বামী
২।সহকারী উপপরিদর্শক জনাব হিরম্ময় শর্মা
৩। সিপাই যথাক্রমে, সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র বৈষ্ণব, গাড়িচালক ছানুমিয়ার সমন্বয়ে গঠিত রেডিং টীম হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীন আজিমাবাদ ঈমান উল্লাহ হাজী বাড়ির সাকিনস্থ অাসামীর নিজদখলীয় বসতঘর ও দেহ তল্লাশি করে ১০০০( এক হাজার) পিস ইয়াবা ও ৫০০(পাঁচ শত গ্রাম) গাঁজা উদ্ধার ও জব্দ করে ৩(তিন) জন মাদকব্যবসায়ী গ্রফতার করা হয়।
আসামীঃ-
১। মোঃ হুছন অালি, প্রকাশ কনা (৪৪)গ্রফতার
পিতা-মৃত ইজাবত উল্লাহ ,মাতা- মৃত ছলিমা খাতৃন
সাং- অাজিমাবাদ ঈমান উল্লাহ হাজী বাড়ি
পোঃ চুনারুঘাট হবিগঞ্জ।
২। অাবদুল কাইয়ুম(৪০) গ্রেফতার
পিতা- মৃত আবদুল জব্বার, মাতা-বানেছা খাতুন
৩। মোঃ দুদু মিয়া(৩০), পিতা- মোঃ বেল্লা মিয়া,
মাতা- নুরুন্নেসা, উভয় সাং- গোয়াকড়া বড় বাড়ি,থানা- লাখাই, হবিগঞ্জ।
এ বিষয়ে উপপরিদর্শক জনাব মোঃ রবিউল্লা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
#অভিযান_চলছে_চলবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস