হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ গাঁজা সেবনের দায়ে ৩ মাদক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ এপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর মার্কেট সংলগ্ন এলাকায় গাঁজা সেবন করার সময় ৩ মাদকসেবীকে আটক করে হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে সেখানে হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।
আদালতে সাজাপ্রাপ্তরা হলেন- শায়েস্তাগঞ্জ মহলুল সুনাম এলাকার মৃত আশ্বব আলীর ছেলে আবুল কালাম (৫০), হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর এলাকার মৃত হেকিম উল্ল্যার পুত্র খলিল মিয়া (৫৫), দক্ষিন বাহুবলের ছইব উল্ল্যার পুত্র খলিল মিয়া (৩৫)।
এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিচালক একেএম দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১১ এপ্রিল দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর মার্কেট সংলগ্ন এলাকায় গাঁজা সেবন অবস্থায় ওই তিনজনকে আটক করা হয় এবং তাদের নিকট থেকে ৪শগ্রাম গাঁজা উদ্ধার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এধরনের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস