১৭/৩/২০২২ ইং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জম্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন হবিগঞ্জ কর্তৃক আয়োজিত মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তি মেলা-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ১ম দিনে সন্ধ্যা ৭.০০ ঘটিকায় জেলা কালেকটরেট প্রাঙ্গণে উম্মোক্ত মঞ্চে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়র সার্ভিস, কারা অধিদপ্তর, পাসপোর্ট, ও আনসার ভিডিপি এর অফিস প্রধানগন কর্তৃক প্রত্যেক অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত অগ্রগতি উপস্থাপন করা হয়। উক্ত আলোচনায় সভাপতিত্ব করে হবিগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মাদ সাদিকুর রহমান। বর্তমান সরকারের সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উন্নয়, অগ্রগতি সংক্রান্ত বক্তব্য রাখেন জনাব এ,কে,এম দিদারুল আলম, সহকারী পরিচালক মাদকদ্রব্য নিযন্ত্রণ,অধিদপ্তর, জেলা কার্যালয় হবিগঞ্জ। অারো বক্তব্য রাখেন কারা অধিদপ্তরের ডেপুটি জেলার, পাসপোর্টের সহকারী পরিচালক,ফায়ার সার্ভিস এর ডিএডি ও আনসার এর এডজুটেন্ট এবং অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অপরাধ) জনাব শৈলেন চাকমা মহোদয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস