১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। এই উপলক্ষে জেলা প্রশাসন হবিগঞ্জ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। দিবসের শুরুতে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর নবনির্মিত ম্যুরালে পুষ্পস্তবকের মধ্যদিয়ে ১ম দিনের কর্মর্সুচী শুরু হয়। তারপর প্রথম পুস্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ-৩ আসনের মনোনীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মো: আবু জাহির; হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান, সম্মানিত জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার সকল সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। এরপর সকলে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন যা হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। সুসজ্জিত এই র্যালি সম্পূর্ণ শহরে এক উৎসবের আমেজ তৈরি করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস